দেশের ডাক পার্সোনালিটি এ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক হাবিব
- আপডেট সময় : ০৫:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৪৭
মোজাম্মেল হক লিটন:
সাপ্তাহিক দেশের ডাক পত্রিকা কর্তৃক দেশের ডাক পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার পেয়েছেন চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্টজনদের দেশের ডাক পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার প্রদান করা হয়। এতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মোঃ হাবিবুর রহমান কে এই পুরষ্কার প্রদান করা হয়। সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের পক্ষে তার বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান এ্যাওয়ার্ড গ্রহন করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্টজনদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান করেন ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পীকার শ্রী রাম প্রসাদ পাল।
সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা প্রফেসার আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ সাদী-উজ-জামান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাজান শেখ, মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরকার, সুতাকথন নারী সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদাউস প্রমূখ।