মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ৬৫
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার হাওরাঞ্চলখ্যাত মোহনগঞ্জ উপজেলাধীন গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের জেলে সুমন বর্মণ (৩০) হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা রুবেল বর্মণ নামে আরেক জেলে আহত হয়েছেন।
আজ (১৯ মে)শুক্রবার সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে। জেলে সুমন বর্মণ বরান্তর গ্রামের মনমোহন বর্মণের ছেলে। আহত রুবেল বর্মণ তার প্রতিবেশী।
সুমন বর্মণের প্রতিবেশী কাকা নারায়ণ বর্মণ বলেন, সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির সামনে হাওরে মাছ ধরতে যান সুমন বর্মণ, রুবেল বর্মণসহ আরও অনেকে। হঠাৎ বজ্রটাতে গুরুতর আহত হন সুমন ও রুবেল। কাছাকাছি থাকা অন্য জেলেরা দু’জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহত সুমনের পরিবারের কোনো অভিযোগ পাইনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ।