গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৫৯
মোঃআলামিন ইসলাম,গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ প্রকল্পের আওতায় এই ভেড়া বিতরণ করা হয়।
বৃহস্পতিবার, ১৮মে গুরুদাসপুর উপজেলা পানি সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি মেডিকেলের আয়োজনে ৬৫টি পরিবারের মাঝে ১৩০ টি ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল কুদ্দুস এমপি।
গুরুদাসপুর কৃষি অফিসার মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ডক্টর মোঃ নজরুল ইসলাম ঝন্টু পরিচালক রাজশাহী বিভাগীয় পানি সম্পদ অধিদপ্তর, ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা পানি সম্পদ অধিদপ্তর নাটোর, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকসানা আক্তার লিপি প্রমূখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম। এছাড়া ভেড়া বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোঃ আলমগীর হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গুরুদাসপুর নাটোর