গুরুদাসপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৭০
মোঃআলামিন ইসলাম:
নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের আয়োজনে চাঁচকৈড় বাজার গরীবুল্লাহ স্মৃতি কমপ্লেক্স মার্কেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম রমজান,গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান সাধারন সম্পাদক ও ধারাবাড়িষা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাস্টার, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আসিফ আব্দুল্লাহ বিন শোভন।
গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলমগীর শেখ, আওয়ামী লীগের তরুন নেতা রেজাউল করিম সবুজ প্রমুখ।
মতবিনিময় সভা শুরুর আগে ধারা বিবরণী দেন মোহাম্মদ আমিরুল ইসলাম সরকার। এছাড়া অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।