তারাকান্দায় মনোনয়ন পত্র দাখিল করলেন নজরুল ইসলাম নয়ন
- আপডেট সময় : ০৫:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ৬৮
নিজস্ব প্রতিনিধি:
আগামী ১২জুন তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মত মনোনয়ন পত্র দাখিল করলেন উপজেলার জনপ্রিয় ও জনবান্ধব নেতা, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম নয়ন।
সোমবার ১৫ইমে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলের পর নজরুল ইসলাম নয়ন সাংবাদিকদের জানান -এ উপজেলা থেকে তিনি এর আগেও ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে জয়লাভের আশায় আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছি। নির্বাচিত হলে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারা অব্যাহত রেখে উপজেলাকে মডেলে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। জীবন-জীবিকা পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করবেন। নজরুল ইসলাম নয়নের নিজট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার বলেন, আগামী ১২ জুন এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।