চাটখিলে মধ্যরাতে প্রবাসীর ঘরে আগুন
- আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৬২
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল পৌরসহরের ২নং ওয়ার্ডের সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে প্রবাসী সুমনের বসতঘর সব সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ অগ্নিকান্ডের সময় প্রবাসী এ পরিবারের ৪০ মন ধান, ৬ মন চাউল, ফ্রিজ, টিভিসহ ঘরের আসবাবপত্র, গর্ভবতী একটি ছাগল পুড়ে যায়। এছাড়া দেনা পরিষদের জন্য ব্যাংক থেকে তুলে আন দেড় লক্ষ টাকা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সুমনের মা ও স্ত্রীর এই অগ্নিকাণ্ডের জন্য, একই বাড়ীর ফারুক, আরিফ, বেচা ও সোহেল সর্ব পিতা মৃত হারুন রশিদেরকে দায়ী করেছেন। এই অগ্নিকাণ্ডে পরিবারটিকে নিঃস্ব করে দিয়ে দিয়েছে।
অগ্নিকাণ্ডে তাদের কয়েকে লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ঘটনাস্থলে যান। এ নির্মম ঘটনার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।