নবগঠিত নারী সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এসপি, ডিসিকে ফুলের শুভেচ্ছা
- আপডেট সময় : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৭২
ফাতেমা আক্তার মাহমুদা ইভা:
নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থার নবগঠিত ১১সদস্য বিশিষ্ট কমিটির পক্ষ থেকে সৌজন্যমূকল সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গতকাল (৯ মে) মঙ্গলবার বিকেলে প্রথমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় কক্ষে ও পরে জেলা প্রশাসকের কার্যালয় কক্ষে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা। পরে প্রত্যেকের কাছে নবগঠিত কমিটি অনুলিপি প্রদান করে নারী সাংবাদিকরা।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ নবগঠিত কমিটিকে স্বাগত জানান। সেই সাথে নবগঠিত কমিটির নারী সাংবাদিকদের ভালো কাজে সব সময় পাশে থাকবেন এই বলে আশ্বস্ত করেন।
পরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)অতিরিক্ত পুলিশ তরিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মো.ইসলাম মিয়াকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক মনি ইসলাম, সহ-সভাপতি আলেয়া আক্তার, যুগ্ম সম্পাদক খাদিজা আক্তার ভাবনা, অর্থ বিষয়ক সম্পাদক নিসা আক্তার, সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তার লিজা, প্রচার সম্পাদক ফাতেমা আক্তার ইভা, কার্যকরী সদস্য তানজিলা ১ (রূপগঞ্জ), তানজিলা ২ (ফতুল্লা)। উল্লেখ, গত ৮ মে সোমবার নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা নবগঠিত এই কমিটি গঠন করা হয়।