বাগেরহাটে হত্যা মামলার মূল হোতাসহ গ্রেফতার-৩
- আপডেট সময় : ০৭:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৫৯
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নৃশংসভাবে জব্বারকে কুপিয়ে হত্যা মামলার মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। জেলার চিতলমারী উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানী সহ চড় থাপ্পর মারার প্রতিবাদ করায় আব্দুর জব্বার শেখ (২৫) নামে এক যুবককে গত ৫ মে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দোলোয়ার মুন্সী (৩০)ও তার ভাই দীন ইসলাম মুন্সী (২৫) কুপিয়ে হত্যাকরে পালিয়ে যায়। আহত আব্দুর জব্বার শেখকে হাসপাতালে আনার পর ৫ মে রাতে মারা যায় এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ৮ মে সোমবার সকাল ১০টা ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলে চাঞ্চল্যের সৃষ্টির হয়, বিষয়ে জানতে পেরে র্যাব-৬।
নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানার সাখারিগাতী এলাকা হতে ৮ মে ২০২৩ তারিখ হত্যাকান্ডের মাত্র ৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার পলাতক ৩ আসামী দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি (৩০), দ্বীন ইসলাম ওরফে আকাশ মুন্সি (২৬) ও ছত্তার ওরফে ডাবলু মুন্সি(৫৫)কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।