রামগঞ্জে মা ও শিশু হত্যা মামলার রহস্য উন্মোচন করলো পুলিশ
- আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ৬৯
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ নাকফুল দিয়ে পরিচয় সনাক্ত করে চাঞ্চল্যকর মা ও শিশু হত্যা মামলার রহস্য উন্মোচন করলো সেই সাথে ঘাতক স্বামী ও পিকাপ ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং লাশ পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপ ও ওয়ারড্রব জব্দ করে।
রামগঞ্জ থানার চাঞ্চল্যকর মা ও ১ বছরের মেয়ে শিশু হত্যা মামলার জড়িত অন্যতম আসামী ঘাতক স্বামী চাঁদপুর জেলার মতলব থানার বহরী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ জামাল উদ্দিন এবং লাশ বহনকারী পিকাপ ড্রাইভার নোয়াখালীর মোঃ বেলাল হোসেনকে র্যাব ১১ গ্রেফতার করতে সক্ষম হয়।
রামগঞ্জ থানা পুলিশ ভিকটিমের পরিহিত পোশাক ও নাকফুলের মাধ্যমে ভিকটিমদ্বয়ের পরিচয় সনাক্ত করে। সনাক্তকালে জানা যায়, ভিকটিমের নাম রওশন আরা পারভিন ও মেয়ে শিশুর নাম নুসরাত এবং তাদের বাড়ী ফরিদপুর তারা ঢাকায় দনিয়ায় ভাড়া বাসায় থাকে বলে পুলিশ নিশ্চিত হয়।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল,২০২৩ বিকাল অনুমান ৫ ঘটিকা সময়ে রামগঞ্জ-চাটখিল মহাসড়কে হানুবাইশ ব্রিজ এবং আলীপুর ব্রীজে পৃথক পৃথক স্থানে অজ্ঞাত সম্ভাব্য মা ও মেয়ে শিশুর অজ্ঞাতনামা দুটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। ধারনা করা হয় যে, তাহাদেরকে হত্যা করে লাশ দুটি ফেলে দেয়া হয় এবং পুলিশ বাদী হয়ে হত্যা মামলা রুজু করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান,পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ মোঃ শেখ সাদীর সার্বিক তত্ত্বাবধানে আমরা তদন্তের ধারাবাহিকতায় রামগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় হত্যাকারী এবং লাশ গোপন করার কাজে সহায়তাকারীকে সনাক্ত করতে সক্ষম হই।