তারাকান্দায় নির্বাচন সামনে রেখে ছাত্রলীগের বর্ধিত সভা
- আপডেট সময় : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৬৫
মান্নান সরকার,তারাকান্দা:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে প্রার্থীর পক্ষে ঐক্যভাবে নির্বাচনে কাজ করার লক্ষে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা আজ শনিবার বিকালে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভা তারাকান্দা উপজেলা তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার,ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,সহ-সভাপতি মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মো: হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন বিকাশ সরকার,সদস্য শাহ আলম রবিন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ।