মতলবে কভার ভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৬৬
মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। শনিবার ৬ মে সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন মারাত্মক হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় মারাত্মক জখম হয়ে রক্তপাত হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে কভার ভ্যান চালক লিমন জানান, গাজীপুরের লামিয়া ট্রান্সপোর্টের এই গাড়িতে মালামাল নিয়ে ছেংগারচর যাচ্ছিল। উত্তর লুধুয়া মোড়ে আসলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। কভার ভ্যানে থাকা কেউ আহত হয়নি। ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।