স্কুলছাত্রী মুক্তি হত্যার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ৬৫
রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তার হওয়া হত্যাকাণ্ডের মূলহোতা কাওছার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ (৪ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে হত্যাকারী কাওছারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
নিহত মুক্তি বর্মনের নিজ বিদ্যাপিঠ প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষক সমিতি বারহাট্টার শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নিহতের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠিসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বারহাট্টা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আফজল হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক ও চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, বাউসী ইউপি চেয়ারম্যান মো. শামছুল হক, চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম, রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলক দত্ত, সাহতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিব আহমাদ, প্রেমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার শ্যামল, নিশ্চিতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ।
বক্তরা ঘাতককে ঘটনার ২৪ ঘন্টান মধ্যে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে দ্রুত বখাটে কাউসারের ফাঁসি দাবি করেন।