কয়রায় মোশাররফ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসীল ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ৬২
মোক্তার হোসেন, খুলনা:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কয়রা উপজেলার লালুয়া বাগালী মোশাররফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের, ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রিজাইডিং অফিসার মো.বাকী বিল্লাহ এ নির্বাচনী তফসিল স্বাক্ষর করেন।
নির্বাচনী তফসিল সূত্রে জানা গেছে, বর্তমান এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ ৫ জুন ২০২৩। ইতোপূর্বে মনোনয়নপত্র গ্রহণ ও জমাযোগ্য তারিখ ৭ মে থেকে ৯ মে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উক্ত বিদ্যালয়ের অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কয়রা জমা ও গ্রহণ করতে পারবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইকৃত তারিখ ১১ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ের ফলাফল ১১ মে বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের চুড়ান্ত যোগ্য তালিকা প্রকাশ করা হবে ১৪ মে ২০২৩। প্রতীক বরাদ্দ ১৪ মে রবিবার বিকাল ৪ টা এবং নির্বাচনের তারিখ ২৫ মে । ঐ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ নূরুল্লাহ জানান, বিদ্যালয়ের মোট ২৩৭জন ভোটার। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন করবেন। নির্বাচন প্রক্রিয়া গ্রহণের লক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।