বন্দরে মাদক ব্যবসায়ী জিয়াবর ইয়াবাসহ গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ৭৪
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ বন্দরে শীর্ষ মাদক ব্যবসায়ী জিয়াবর (৬০)’কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৯ টায় বন্দর উপজেলার শান্তিনগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো বন্দর থানাধীন লক্ষ্যারচর উত্তর পাড়ার মৃত রহমান বেপারীর ছেলে।
মাদক উদ্ধার অভিযানে নেতৃত্ব দানকারী বন্দর থানার এস আই (নিঃ) মো.শওকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানয় মাদক আইনে মামলা দায়ের করেছে।যার নং-৪(৫)২৩, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)।
মামলা সূত্রে জানা যায়, বন্দর থানাার এসআই (নিঃ) মো.শওকত আলীসহ সঙ্গীয়ফোর্স বন্দর থানার জি.ডি নং-৮৩, তারিখ- ০২/০৫/২০২৩ইং মূলে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, মাদক উদ্ধার, বিশেষ অভিযান পরিচালনা করাকালীন বন্দর থানাধীন ফরাজিকান্দা স্ট্যান্ডে অবস্থানকালে রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, বন্দর থানাধীন শান্তিনগর সাকিনস্থ শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় হইতেছে। বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিত আসামীকে গ্রেফতার করে।
এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃতর পরিহিত লুঙ্গির ডান কোচরে রক্ষিত ডারবি সিগারেট এর খালী প্যাকেটের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার (৩ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।