সোনাইমুড়ীতে নকল সরবরাহের দায়ে দপ্তরীর ২ বছর কারাদণ্ড, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- আপডেট সময় : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ৬১
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে, নকল সরবরাহের সময় হাতে-নাতে ধরা পড়ে নজরুল ইসলাম সুমন নামের ঐ বিদ্যালয়ের দপ্তরী, তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া নকল করার অপরাধে একজন পরীক্ষার্থী (ছাত্র) কে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২মে) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ইসমাইল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে আসামিদের হাতেনাতে ধরে এই দন্ড প্রদান করেন। বহিষ্কৃত পরিক্ষার্থী বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরে দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সুমনকে সোনাইমুড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।