মাথায় টোঁকা, হাতে কাস্তে নিয়ে ধান কাটলেন ময়মনসিংহের ডিসি-ইউএনও,ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ৬২
আরিফ রববানী, ময়মনসিংহ:
হঠাৎ গাড়ী বহর নিয়ে ধান ক্ষেতে কৃষকের বেশে ডিসি। চমকে গেলেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পরেই ভুল ভাঙলো তাদের। জানলেন তিনি কৃষক নন ধান কর্তন ও নবান্ন উৎসব উদ্বোধনের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক।
হাতে কাস্তে, মাথায় টোঁকা আর কোমরে গামছা নিয়ে মঙ্গলবার দুপুরে প্রখর রোধে ধান কাটেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।
মঙ্গলবার (২মে) দুপুরে ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুহিলা এলাকায় মাঠে কৃষক সাজে ধান কেটে ও নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলার জনবান্ধব জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান।
সুহিলা গ্রামের এক কৃষকের জমির ধান কেটে ‘ধান কর্তন ও নবান্ন উৎসব’ উদ্বোধন শেষে আলোচনা সভায় ডিসি মোস্তাফিজার রহমান বলেন, নবান্ন উৎসব কৃষকের প্রাণের উৎসব। আগে ঘরে ঘরে পালন করা হতো। সেই দিনে আবার ফিরে যেতে হবে। আর আর পায়েস ছিল লোভনীয় জিনিস। নবান্নের ধান দিয়ে আমার মা-চাচিরা ঢেঁকি দিয়ে ধানের চাল মাড়িয়ে আটা তৈরি করতো। সেই আটা দিয়ে তৈরি হতো হরেক রকমের পিঠা পায়েস। যা ঘ্রাণ ছড়াতো চারপাশ। শুরু হতো নবান্ন উৎসব। সেই পিঠা উৎসব আগামীতে ময়মনসিংহে উদযাপন করা হবে।
জেলা প্রশাসক বলেন আরও বলেন, ধান ক্রয়-বিক্রয়ে কোনো প্রকার অনিয়ম হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য। ফড়িয়া বা বিভিন্ন দালালদের মাধ্যমে ধান ক্রয় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের হয়রানি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো কৃষক হয়রানির স্বীকার হলে তাৎক্ষণিক তার নিকট অভিযোগ দায়ের করার আহব্বান জানান তিনি।
জেলা খামার বাড়ির উপ পরিচালক মতিউজ্জামানের সভাপতিত্বে ধান কর্তন ও নবান্ন উৎসব নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,জেলা খামার বাড়ির উপ সহকারী পরিচালক (শস্য), জেলা প্রশিক্ষণ কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।এসময় ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।