মোরেলগঞ্জে সুষ্ঠু পরিবেশে এস.এস. সি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১১পরীক্ষার্থী
- আপডেট সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৫৯
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। রোববার, ৩০ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষায় ৯ টি কেন্দ্রে ৪ হাজার ৪’শত ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩’শত ৬৯ অংশ গ্রহণ করেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান মোরেলগঞ্জ এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র,সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র, রওশন আরা বালিকা বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল কেন্দ্র, পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, দৈবজ্ঞহাটি বিশ্বেস্বর বহুমুখী বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানান শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়েই এস এস সি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,আশা করছি শেষ পরীক্ষা পর্যন্ত এমন পরিবেশ বিরাজমান থাকবে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্রে নিয়োগকৃত ট্যাগ অফিসারদের সাথে এবং কেন্দ্র সচিবদের সাথে পরীক্ষা চলাকালীন সময়ে যোগাযোগ রেখেছেন।পরীক্ষাকেন্দ্রের ভিতরে এবং বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পরার মত। ইউএনও এস এম তারেক সুলতান জানান, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।