তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ
- আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ৬৩
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় ভিজিএফ চালের কার্ড নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে ঢাকুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তার সহযোগিরা। মঙ্গলবার (১৮এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঢাকুয়া ইউনিয়নে এবার ঈদ উপলক্ষে মোট ২২৪৮ টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।উক্ত কার্ডের দলীয় ভাগ বন্টন নিয়ে ইউপি চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক তালুকদারের সাথে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারের কথা কাটা কাটি হয়।
ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার ভিজিএফ চাল বিতরণ শেষে রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ যাওয়ার পথে উপজেলার হরিয়াগাই বাজারে পৌছাতেই রফিকুল ইসলামের নেতৃত্বে তার অনুসারীরা ইউপি চেয়ারম্যানের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতে হামলা করলে চেয়ারম্যান ও ড্রাইভার আহত হয়।
এমতাবস্থায় তিনি তারাকান্দা থানায় আশ্রয় নিলে তার কর্মী সমর্থকরা থানা চত্বরে জড়ো হয়ে হামলা কারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।এসময় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে চেয়ারম্যানের অনুসারীরা থানা ত্যাগ করেন।
এই ঘটনায় তাৎক্ষণিক রফিকুল ইসলামের বিচারের দাবিতে চেয়ারম্যানের অনুসারীরা হরিয়াগাই বাজারে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে ইকরামুল হক তালুকদার জানান, ঈদ উপলক্ষে ১০ কেজি বরাদ্দকৃত ভিজিএফ চাল দল এবং গরিব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। ভিজিএফ কার্ডকে ইস্যু করে পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার উপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে ঢাকুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম’র মোবাইলে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।