লক্ষ্মীপুরে নষ্ট মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
- আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৬৬
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নষ্ট গরুর মাংস বিক্রির দায়ে মো.হেলাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার, ১৮ এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর পৌর মাংস বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সেপেষ্টর তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সিরাজুল সালেহীন জানান,জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে নষ্ট পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সর্তক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।