বেনাপোলে ইয়াবাসহ আটক-৩
- আপডেট সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৬২
সুজন মাহমুদ,যশোর:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। রবিবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
আটক তিনজন হল, ঝিকরগাছা থানাধীন পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮),যশোর কোতোয়ালি থানাধীন এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে মো.রাকিব হোসেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তিনজন কে আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।