মতলবে সাংসদ অ্যাড.রুহুল এর পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৭০
মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলায় সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌর এলাকার নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরন করেন। রবিবার, ১৬ এপ্রিল সকালে উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো.আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হানিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খাজা আহমেদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার,সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী প্রমুখ।
এ সময় অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করছি আমাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার পাশে দাঁড়ানো। তাই আসুন সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই এবং যে যার সামর্থ্য
অনুযায়ী তাদেরকে সহযোগিতা করি। বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।