‘সাম্যের জয়গানে বৈশাখ’
- আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৬৫
কবি : রিপন গুণ
সময়ের চক্র পূর্ণ করে, বছর ঘুরে উৎসবের রথে চড়ে
বাংলার বুকে এসেছে আবার পহেলা বৈশাখ,
রুপের রানী বাংলা ‘মা’ সেজেছে, উৎসবের মহা আয়োজনে।
নাচে, গানে ভিন্ন আয়োজনে উল্লাসেতে কাটাবে দিন
মঙ্গল শোভাযাত্রায়…..!
নব চেতনায়, নব উদ্যামে নতুনের বারতায়,
উচ্ছাসে মেতে উঠবো বাঙ্গালী আমরা সবাই-
নববর্ষের সদ্য ফোটা নতুন সূর্যের আনন্দের জোয়ারে ভেসে।
নতুনের বারতায়, ভুলে যাবো সব ভেদাভেদ
সম্মিলিত কণ্ঠে গাইবো সবাই মিলে- সাম্যেরই জয়গান,
ভুলে যাবো, যত জাতি বর্ণ বিদ্বেষ !
কে হিন্দু? কে মুসলিম? কে ধনী? আবার কেইবা গরীর..
নতুনের আগমনে, হাতে হাত রেখে দাড়াবো এসে –
সবাই এক কাতারে বর্ষবরণের বর্ণীল আয়োজনে।
চৈত্রের খর দাবদাহের নিঃশ্বাসের হবে অবসান
বসন্ত এসেছে দ্বারে-এবার অবসাদ আর ব্যর্থতাকে দেবে নিদারুণ হানা।
ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙ,
ভাসাবে, মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান?
সার্বজনীন বৈশাখের উৎসবে
মিলিত কন্ঠে সাম্যের সুরে গাইবো মোরা-
এসো বৈশাখ এসো এসো……..
প্রতিবছর বাংলার বুকে শুভ্রতা স্পর্শ নিয়ে এসো।