র্শিশু গণধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ৫৭
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষীনগর গ্রামের চাঞ্চল্যকর ১১ বছরের শিশুকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী মো. রবিউল ইসলাম (৪২)কে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শুক্রবার দুপুরে র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, ২০০৫ সালের ৩ জুন সন্ধ্যায় ফতুল্লার লক্ষ্মীনগর এলাকায় ১১ বছরের শিশুকে গণধর্ষণের পর শ^াসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামীসহ চারজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
র্যাব আরো জানায়, এ মামলায় রবিউল ইসলাম ঘটনার ৫ থেকে ৬ দিন পর গ্রেফতার হয় এবং ১৭ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পায়। জামিনে বের হয়ে ২০০৭ সালে আড়াইহাজার থানার হাইজাদি ইউনিয়নে ইলমদী খন্দকার কান্দি গ্রামে বিয়ে করে এবং আত্মগোপনে থাকার জন্য শ্বশুরবাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। ২০০৮ সালের মাঝামাঝিতে কোর্টে হাজিরার তারিখে তার জামিন বাতিলপূর্বক তাকে পুণরায় জেলে পাঠানো হয় এবং প্রায় সাড়ে তিন মাস জেলে থাকার পর হাইকোর্ট থেকে তিনি জামিন নিয়ে বের হন।
দ্বিতীয়বার জামিনে বের হওয়ার পর ২০০৯ সালের শেষের দিকে রূপগঞ্জ থানার দহরগাও এলাকায় একটি ফ্যাক্টরিতে চাকরি শুরু করেন। মামলার রায় ঘোষণার পর আসামি চাকরি ছেড়ে দিয়ে তার চাচা শ্বশুরের মৎস্য খামারে নতুন করে চাকরি শুরু করে আত্নগোপন করেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।