০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মতলবে ইউপি সদস্যের উপর হামলা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন উপর হামলা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন ছোট ভাই মো. মুনজুর সরকার বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-০৫।
বিবাদীরা হলেন উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল বেপারীর ছেলে ইমরান হোসেন বেপারী (৩৫), মো. শাহাদাত (৩৮), মো. ইমান আলী বেপারী (৩৯), স্ত্রী জাহানারা বেগম (৬০), ইমরান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৫)।
মামলার সূত্রে জানা যায়, সুলতানাবাদ ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেনের ছোট ভাই মো. মুনজুর সরকার গত এক বছর আগে মো. শরিফ উল্যাহ হাজী সরকার ও জোসনা বেগম এর নিকট হইতে ১০ শতাংশ জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করে এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগ দখল করে আসছে। উক্ত যায়গা বিভিন্ন সময়ে বিবাদীগন জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছেন এবং কি খুটিনাটি বিষয় নিয়ে ও ঝগড়া বিবাদ করে আসছে। ঘটনার তারিখ ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বিবাদীরা পরিকল্পিত ভাবে কাঠের লাঠি ও দা, লোহা, হাতুড়ি নিয়ে উক্ত জায়গা দখলের চেষ্টা করে ও গাছপালা কেটে ফেলাসহ নির্মিত বসত ঘর ভাঙচুর করে। বিবাদীদ্বয়ের ভাঙচুর দেখে মামলার ০১নং সাক্ষী বাদীর বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে বিবাদীদ্বয়কে তাহাদের উত্তরুপ কর্মকান্ডের কারণ জানতে চাইলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য আলমগীর হোসেনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। একপর্যায়ে মামলার বাদি মো. মুনজুর সরকার এবং তার ভাই আলমগীর হোসেনের উপর হামলা চালায়। হামলায় আলমগীর হোসেন মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আলমগীর হোসেনকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে ইউপি সদস্য আলমগীর হোসেন ছোট ভাই মো. মুনজুর সরকার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন মেয়ে নিপা সরকার জানান, আমার বাবা একজন সহজসরল মানুষ, এজন্য এলাকার মানুষ পছন্দ করে তাকে একাধিকবার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করেছেন। আমার কাকার সাথে ইমান আলী বেপারীর পরিবারের সাথে জায়গা জমিন নিয়ে বিরোধ চলছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমার বাবার উপরে তারা এই বর্বর হামলা চালায়। হাতুড়ি দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে যার ফলে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে। এবং কি আমার চাচা চাচতো বোনের উপরও তারা হামলা চালায়। বর্তমানে আমার বাবা মুমূর্ষ অবস্থায় ঢাকায় নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এই ঘটনায় থানা প্রশাসনের কাছে সুষ্ঠু ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, সুলতানাবাদ ইউপি সদস্য আলমগীর হোসেনের উপর হামলার ঘটনার মামলা হয়েছে, এই পর্যন্ত একজন আসামিকে ধরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলবে ইউপি সদস্যের উপর হামলা

আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন উপর হামলা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন ছোট ভাই মো. মুনজুর সরকার বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-০৫।
বিবাদীরা হলেন উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল বেপারীর ছেলে ইমরান হোসেন বেপারী (৩৫), মো. শাহাদাত (৩৮), মো. ইমান আলী বেপারী (৩৯), স্ত্রী জাহানারা বেগম (৬০), ইমরান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৫)।
মামলার সূত্রে জানা যায়, সুলতানাবাদ ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেনের ছোট ভাই মো. মুনজুর সরকার গত এক বছর আগে মো. শরিফ উল্যাহ হাজী সরকার ও জোসনা বেগম এর নিকট হইতে ১০ শতাংশ জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করে এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগ দখল করে আসছে। উক্ত যায়গা বিভিন্ন সময়ে বিবাদীগন জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছেন এবং কি খুটিনাটি বিষয় নিয়ে ও ঝগড়া বিবাদ করে আসছে। ঘটনার তারিখ ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় বিবাদীরা পরিকল্পিত ভাবে কাঠের লাঠি ও দা, লোহা, হাতুড়ি নিয়ে উক্ত জায়গা দখলের চেষ্টা করে ও গাছপালা কেটে ফেলাসহ নির্মিত বসত ঘর ভাঙচুর করে। বিবাদীদ্বয়ের ভাঙচুর দেখে মামলার ০১নং সাক্ষী বাদীর বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে বিবাদীদ্বয়কে তাহাদের উত্তরুপ কর্মকান্ডের কারণ জানতে চাইলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য আলমগীর হোসেনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। একপর্যায়ে মামলার বাদি মো. মুনজুর সরকার এবং তার ভাই আলমগীর হোসেনের উপর হামলা চালায়। হামলায় আলমগীর হোসেন মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আলমগীর হোসেনকে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনার পরিপেক্ষিতে ইউপি সদস্য আলমগীর হোসেন ছোট ভাই মো. মুনজুর সরকার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন মেয়ে নিপা সরকার জানান, আমার বাবা একজন সহজসরল মানুষ, এজন্য এলাকার মানুষ পছন্দ করে তাকে একাধিকবার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করেছেন। আমার কাকার সাথে ইমান আলী বেপারীর পরিবারের সাথে জায়গা জমিন নিয়ে বিরোধ চলছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমার বাবার উপরে তারা এই বর্বর হামলা চালায়। হাতুড়ি দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে যার ফলে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে। এবং কি আমার চাচা চাচতো বোনের উপরও তারা হামলা চালায়। বর্তমানে আমার বাবা মুমূর্ষ অবস্থায় ঢাকায় নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এই ঘটনায় থানা প্রশাসনের কাছে সুষ্ঠু ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, সুলতানাবাদ ইউপি সদস্য আলমগীর হোসেনের উপর হামলার ঘটনার মামলা হয়েছে, এই পর্যন্ত একজন আসামিকে ধরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন