সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি চুনারুঘাট থানার রাশেদুল হক
- আপডেট সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৬০
মোঃ জসিম মিয়া:
আইনশৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাশেদুল হক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত মামলার তদন্ত, ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় আর্থিক ভাবে ও সম্মাননা পত্র প্রদানের মাধ্যমে শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সম্মাননাপত্র প্রদান করেন সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) শাহ শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা, ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এম এ জলিল, পুলিশ সুপার সিলেট রেঞ্জ অফিস (আইএন্ডসিএম) মো. জেদান আল মুসা, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ।
এব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাশেদুল হক বলেন, ভাল কাজের স্বীকৃতি কাজের আগ্রহ বাড়ায় এবং অনুপ্রেরণা যোগায়। সম্মাননা পত্র পেয়ে তিনি ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসি মো. রাশেদুল হক আরও বলেন, এই অর্জন চুনারুঘাটের সর্বস্তরের জনগণ, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মাঠ পর্যায়ের পুলিশী কার্যক্রমের। আগামীতেও আমি সকলের সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য বলে মনে করি।