০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

বগুড়ার হত্যা মামলার আসামী আড়াইহাজারে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৪৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার লক্ষীপুর গ্রামের শেখ রাসেল ক্লাবের সামনে চাঞ্চল্যকর “আমিনুল সরদার (৩৫)” হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মো. তৌহিদুল (৪৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব। ১০ এপ্রিল দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাধবদী এলাকায় র‌্যাব-১১ এবং ১২ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী বগুড়ার আদমদীঘি থানাধীন লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিম আমিনুল সরদারকে গত ২২ মার্চ রাতে শালিস এর মাধ্যমে তাদের মধ্যে বিরাজমান টাকা-পয়সার সমাধান করবে বলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভিকটিমকে নিয়ে বগুড়ার লক্ষীপুর গ্রামের শেখ রাসেল ক্লাবের সামনে মিটিং বসায়। মিটিং এর এক পর্যায়ে পূর্ব-শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামী তৌহিদুল এর নির্দেশে তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম আমিনুল সরদারকে চাপাতি, শাবল, লোহার রড সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের বোন মোছাঃ আফরুজা বেগম বাদী হয়ে বগুড়ার আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এবং র‌্যাব-১২, বগুড়ার যৌথ চৌকস গোয়েন্দা দল

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে আদমদীঘি থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বগুড়ার হত্যা মামলার আসামী আড়াইহাজারে গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার লক্ষীপুর গ্রামের শেখ রাসেল ক্লাবের সামনে চাঞ্চল্যকর “আমিনুল সরদার (৩৫)” হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মো. তৌহিদুল (৪৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব। ১০ এপ্রিল দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাধবদী এলাকায় র‌্যাব-১১ এবং ১২ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী বগুড়ার আদমদীঘি থানাধীন লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিম আমিনুল সরদারকে গত ২২ মার্চ রাতে শালিস এর মাধ্যমে তাদের মধ্যে বিরাজমান টাকা-পয়সার সমাধান করবে বলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভিকটিমকে নিয়ে বগুড়ার লক্ষীপুর গ্রামের শেখ রাসেল ক্লাবের সামনে মিটিং বসায়। মিটিং এর এক পর্যায়ে পূর্ব-শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামী তৌহিদুল এর নির্দেশে তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম আমিনুল সরদারকে চাপাতি, শাবল, লোহার রড সহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের বোন মোছাঃ আফরুজা বেগম বাদী হয়ে বগুড়ার আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এবং র‌্যাব-১২, বগুড়ার যৌথ চৌকস গোয়েন্দা দল

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে আদমদীঘি থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন