০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ফেনীতে বিএনপির ৩৬ নেতাকর্মী কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পুলিশের করা দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার সকালে ফেনী জেলা ও দায়রা জজ আল ফারুক মো. রুহুল ইমরানের আদালতে দলটির ৩৯ জন নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন।
অসুস্থতার কারণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতা সেলিম রেজা, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল ও বিএনপি কর্মী মোতাহের হোসেনের জামিন মঞ্জুর করেন। বাকি ৩৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বিএনপির ৪৪ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পান। হাইকোর্টর বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ৬ সপ্তাহের মধ্যে তাদের ফেনী জেলা দায়রা জজ আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন।
ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন খান বলেন, গত ২৯ আগস্ট বিএনপির বিক্ষোভে পুলিশ ও বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ ৪৭ জনের নাম উল্লেখ করে আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ পৃথক দুটি মামলা করে। গত ১ সেপ্টেম্বর আবদুল আউয়াল মিন্টু হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। পরে তিনি গত ১০ অক্টোবর ফেনী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

মামলার পর পুলিশ এজাহারনামীয় মো. রিপন ও আলাউদ্দিনসহ ১৩ বিএনপি নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পূর্বে গ্রেফতার হওয়া ১৩ নেতাকর্মী ও জামিন নামঞ্জুর হওয়া ৩৬ জনসহ মোট ৪৯ জন নেতাকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ফেনীতে বিএনপির ৩৬ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ১২:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পুলিশের করা দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার সকালে ফেনী জেলা ও দায়রা জজ আল ফারুক মো. রুহুল ইমরানের আদালতে দলটির ৩৯ জন নেতাকর্মী হাজির হয়ে জামিনের আবেদন করেন।
অসুস্থতার কারণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতা সেলিম রেজা, পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল ও বিএনপি কর্মী মোতাহের হোসেনের জামিন মঞ্জুর করেন। বাকি ৩৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বিএনপির ৪৪ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পান। হাইকোর্টর বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ৬ সপ্তাহের মধ্যে তাদের ফেনী জেলা দায়রা জজ আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন।
ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন খান বলেন, গত ২৯ আগস্ট বিএনপির বিক্ষোভে পুলিশ ও বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ ৪৭ জনের নাম উল্লেখ করে আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ পৃথক দুটি মামলা করে। গত ১ সেপ্টেম্বর আবদুল আউয়াল মিন্টু হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। পরে তিনি গত ১০ অক্টোবর ফেনী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

মামলার পর পুলিশ এজাহারনামীয় মো. রিপন ও আলাউদ্দিনসহ ১৩ বিএনপি নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পূর্বে গ্রেফতার হওয়া ১৩ নেতাকর্মী ও জামিন নামঞ্জুর হওয়া ৩৬ জনসহ মোট ৪৯ জন নেতাকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন