সাংবাদিক এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্য রাখতে হবে
- আপডেট সময় : ০৭:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৫৮
কাজল কান্তি দে:
কক্সবাজার সদর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার, ৯ এপ্রিল বিকালে শহরের মিশুক হোটেলের রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। সাধারণ সম্পাদক এম. বেদারুল আলমের সঞ্চালনায় কক্সবাজার সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, কক্সবাজার প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, চ্যানেল আই এর কক্সবাজার স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দুল কাদের, কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোছাইন, দৈনিক কক্সবাজারের রেজাউল করিম, ব্যবসায়ি শহিদুল ইসলাম, এফাজুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা এক মহান পেশা। সাংবাদিকদের সাধারণ মানুষ সমাজের আয়না মনে করেন এবং মানুষ এখনো বিশ^াস করে সাংবাদিকরা যা বলে বা যা লিখে তা সত্য। সূতরাং সেই সম্মান অক্ষুন্ন রাখতে হবে। মানুষের বিশ^াষ নষ্ট হয় এমন সংবাদ প্রচার করা যাবে না। ব্যক্তি স্বার্থে সংবাদ প্রচার করা বা কারো অনুরোগ বা বিভাজনের প্রতি সমর্থন জানানো যাবে না। সর্বপরি দেশের প্রতি দায়িৎবোধ থাকতে হবে। দেশের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের প্রতি আস্থা এবং সম্মান রাখতে হবে। একই সাথে সাংবাদিকদের দেশের উন্নয়নের প্রতি আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন অতিথিরা।
এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম সাত্তার, গোলাম আরিফ লিটন, সহ-সম্পাদক বলরাম দাশ অনুপম, অর্থ সম্পাদক জাহা্িঙ্গর আলম শামস, প্রচার সম্পাদক শাহী কামরান, নির্বাহী সদস্য ইরফানুল ইসলাম, শিপন পাল, শহিদুল ইসলাম, কাজী তামজিদ পাশা, মহি উদ্দিন মাহী।