গাউছিয়া কমিটি দুবাই শাখার উদ্যোগে ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৬:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ৮৩
ওবায়দুল হক মানিক আমিরাত:
গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার আওতাধীন নাখিল ইউনিট শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস স্মরনে মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেরা দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে গত মঙ্গলবার ৪ এপ্রিল বিশিস্ট ব্যাবসায়ী মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে ও সৈয়দ মোঃ শাকিলের সঞ্চালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া বেতাগি দরবার শরিফের সাজ্জাদানশিন হজরত মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ (মঃজিঃআঃ) প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া বিছমিল্লাহ শাহ দরবার শরিফের শাহজাদা হজরত মাওলানা সৈয়দ আবু নওশাদ নইমি (মঃজিঃআঃ) গাউছিয়া কমিটি দুবাই শাখার যুগ্ম সাধারন সম্পাদ্ক মোঃ ওসমান জামী উদ্ভোধনি বক্তব্য রাখেন নাখিল ইউনিট শাখার সাধারণ সম্পাদ্ক সৈয়দ দিদারুল আজম আরো উপস্হিত ছিলেন মোঃ জহির, মাওলানা মোঃ হোসাইন,বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোঃ সেকান্দর।মিলাদ কিয়াম পরিচালনা করেন নব গঠিত গাউছিয়া কমিটির নাখিল ইউনিট শাখা সদস্য হাফেজ ওমর ফারুক। এতে আরো উপস্হিত ছিলেন, নব গঠিত গাউছিয়া কমিটি নাখিল শাখার সহ সভাপতি মোঃ খোরশেদ, মোঃ আহমদ মিয়া, মোঃ শফিউল আজম, মোঃ মোরশেদ, মোঃ বাবর, মোঃ বক্কর প্রমুখ।