সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থান কর্মসূচীতে ৮নং ওয়ার্ড বিএনপির যোগদান
- আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৬৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থান কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেছে। শনিবার (৮ এপ্রিল) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ঘণ্টা সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসসন্ট্যান্ডে সামনে বিএনপি’র যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০দফা বাস্তবায়নের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
উক্ত অবস্থান কর্মসূচীতে ৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদন করে। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন,আক্তার হোসেন,জাকির প্রধান, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, ইকবাল আহামেদ, সেলিম মাহমুদ, কামরুজ্জামান, আব্দুস সালাম, মোহাম্মদ হানিফ, নূও হোসেন, আল-আমিন, আজিম, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, রমজান আলী, মিন্টু ও জিয়ারুল ইসলাম প্রমূখ।