তাহিরপুরে মসজিদের উন্নয়ন মুলক কাজের অনুদানের টাকা হস্তান্তর করেন সেলিম আহমেদ
- আপডেট সময় : ১০:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৬৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
নির্মাণাধীন একটি মসজিদের উন্নয়ন মুলক কাজে ১০ লক্ষ টাকা অনুদান মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেছেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম আহমেদ। রাজনৈতিক অঙ্গণে এই আসনে আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য সাংসদ হিসেবে আলোচনায় থাকা সেলিম আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদানের বড় একটি অংশ সহযোগিতা করলেও তার সঙ্গে আরও দুই ব্যবসায়ি জিয়াইল হক ও আজাদ হোসেন মসজিদের এই অনুদানে অর্থের যোগান দিয়েছেন। তিন ব্যবসায়ি সহযোগির অর্থায়নে তাহিরপুরের বিন্নাকুলি বাজার জামে মসজিদের বাকি নির্মাণ ব্যায় হিসেবে ১০ লক্ষ টাকা শুক্রবার মসজিদ কমিটির হাতে তোলে দেন জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি ও সমাজসেবক সেলিম আহমেদ। এসময়েউপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি ফুলবক্স মিয়া, মসজিদের ইমাম মাওলানা বশির আহমদ, লাউরের গড় আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ানসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
এসময় সেলিম আহমদ বলেন“ ধর্মীয় আচার ধরে রেখে আমাদের সকলকে সমাজে নিজ নিজ কার্ক্রমে মনোনিবেশ করতে হবে, ভালো কাজের সঙ্গে থাকতে হবে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে একহয়ে সকলকে কাজ করতে হবে, মনে রাখতে হবে- ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন সকলকে বিচারের মুখোমুখি হতে হবে, আমার এলাকার মুরব্বিদের কাছথেকে ছোটবেলা থেকেই এই শিক্ষা আমরা গ্রহণ করেছি, বড়দের সম্মান করতে শেখা আমার পারিবারিক শিক্ষা, রাজনীতি আর যা ই করিনা কেনো আদব কায়দা জানতে হবে, পরনিন্দা করা থেকে দুরে থাকতে হবে, সমোজের বড় একটি অংশ আমাদের ইমাম- মুয়াজ্জিন সাহেবরা, তাদেরকে সম্মান করতে হবে, ধর্মীয় উপাসনালয়গুলোর প্রতি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই অনুদান আমাদের ব্যবসায়ি বন্ধুদের পক্ষ থেকে, আমরা চাই পবিত্র এই মাসটিতে বিন্নাকুলির মুরব্বি ও এলাকার ভাইদের প্রিয় এই মসজিদের নির্মাণ কাজ যেনো অর্থের জন্য আটকে না থাকে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে তাহলে আপনাদের সন্তান হিসেবে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবো, আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পথচলার উৎসাহ”।
অনুদান হস্তান্তরশেষে সেলিম আহমেদ এলাকা ঘুরে দেখেন ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় এলাকার ছাত্র লীগ- যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।