মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার মগবাজার এলাকা থেকে গত বুধবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ঐ আসামী সোনাইমুড়ী থানাধীন বারাহিনগর গ্রামের রফিকউল্লাহ ছেলে মো: ইউসুফ। থানা সূত্রে জানা যায়, জিআর ১১৩৩/০৯, দায়রা -৯৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫,০০০ /-হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ০৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: ইউসুফ দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ আত্নগোপনে ছিলো। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন ফোর্স ও তথ্য প্রযুক্তর সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামী কে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না