সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সন্মাননা ক্রেস্ট পেলেন মোক্তার হোসেন
- আপডেট সময় : ০৮:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ৭২
খুলনা সংবাদদাতা:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিএমএসএস এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিকতায় ও সংগঠনের বিশেষ অবদান রাখায় জাতীয় দৈনিক “প্রতিদিনের নিউজ পত্রিকার” প্রতিনিধি মোক্তার হোসেনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যশোর জেলার নওয়াপাড়া বিখ্যাত আকিজ দরবার হলে জমকালো আয়োজিত অনুষ্ঠানে সকল কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে সাংবাদিকতায় বিশেষ অবদান ও সাংগঠনিক কাজে ভূমিকা রাখায় এ সন্মাননায় ভূষিত হন তিনি।
খুলনার কয়রা উপজেলার বাগালী গ্রামে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন এবং সাংবাদিকতার পাশাপাশি শিক্ষামূলক কাজে জড়িত রয়েছেন । স্নাতক ডিগ্রি অর্জন করার পর ১৯৮৮ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জনবার্তা , দৈনিক খুলনার বানী পত্রিকায় সুনামের সহিত কাজ করে এসেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন, প্রতিদিনের নিউজ, ঢাকা প্রতিদিন, আজকের সংবাদ ও স্বাধীন মত পত্রিকায় কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি কয়রা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ভূমিকা নিয়ে আছেন।
সাংবাদিক মোক্তার হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন ,ভালো রিপোর্ট ও সাংগঠনিকভাবে স্ব- ক্রিয়ভাবে লেগে থাকাই তার প্রচেষ্টা। একটি ভালো রিপোর্টের পিছনে লেগে থাকার মন-মানসিকতা থেকেই একটা ভালো সফলতা লাভ করা সম্ভব। আর সেটা যখন কখনো পুরস্কার পায় সেটা নিঃসন্দেহে আনন্দ এবং গর্বের । অনুষ্ঠানে সন্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা খন্দকার আছিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও মহাসচিব সুমন সরদার।