কক্সবাজার জেলা প্রতিনিধি:
সদ্য ঘোষিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছে জেলা ও পৌর আওয়ামী লীগ।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এডভোকেট সিরাজুল মোস্তফা।
সভায় বক্তারা বলেন, মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে কক্সবাজার পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে পৌর এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মেয়র মুজিবের বিকল্প নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। তাই সকলে যার যার অবস্থান থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করার আহ্বান জানানো হয়।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.সিরাজুল মোস্তফা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অধ্যাপিকা এথিন রাখাইন, শাহা আলম চৌধুরী, এড: বদিউল আলম সিকদার, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, এড: রনজিত দাশ, আবদুল খালেক, খোরশেদ আলম কুতুবী, ইউনুস বাঙালী, এড: তাপস রক্ষিত, ডা: মাহবুবর রহমান, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এম এ মনজুর, ডক্টর নুরুল আবছার, সোনা আলী, আমিনুর রশিদ দুলাল, জিয়া উদ্দিন, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, পৌর আওয়ামী নেতা সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি, ডা: পরিমল কান্তি দাস, সহ-সভাপতি মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা এড: বাবুল দাশ, গিয়াস উদ্দিন, সত্যপ্রিয় চৌধুরী দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, কোষাধ্যক্ষ কাসেম আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ রেজা, সাগর পাল ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাধারণ সম্পাদক ওসমান গণি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী সাহেদ, ১৩নং সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না