প্রতিদিনের নিউজ:
দুবাই আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। উপস্থিত ছিলেন কোরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব।
জানা গেছে, ২৬তম এ প্রতিযোগিতায় বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ১৪ বছর বয়সী তাকরিম।
সালেহ আহমাদ তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র। সালেহ আহমদ তাকরিমের বিজয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত। কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানস্থলে আসা এমদাদুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাফেজ তাকরিম দুবাইয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা সম্মান সমুন্নত রেখেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না