বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেনা চৌধরীর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভষ্যিতের নারী আন্দোলন সম্পর্কে তরুন প্রজন্মের ভাবনা বিষয়ের উপর স্বাগত বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ও মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিজিয়া পারভীন।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, মূখার্জী রবিন্দ্রনাথ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধানস সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সংগঠনের সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুসি, জাহানারা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক ফাতেমা আক্তার পারুল, লিগ্যাল এইড সম্পাদক জোৎনা দেবনাথ. প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পি আক্তার, প্রোগ্রাম কর্মকর্তা মাহবুবা রহমান প্রিয়া, সদস্য শারমিন আক্তার কাজোল, মাহিনুর মিম প্রমূখ।
আলোচনা সভার পূবে বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি আনোন্দ র্যালী বেরহয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না