দৌলতপুর সংবাদদাতা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন পরীক্ষা ব্যবস্থাপনা আমাদের শুদ্ধতা শেখাবে। সমাজের মধ্যে উন্নত মানুষ গঠনে ভূমিকা রাখবে। উচ্চ শিক্ষা আলো ছড়াবে। শুধুমাত্র চাকরি দেয়ার জন্য উচ্চ শিক্ষা এটি ভুল ধারণা। উচ্চ শিক্ষা সমাজের দর্শন তৈরি করে। বুধবার কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অডিটোরিয়ামে মডেল কলেজ প্রকল্প ও পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশের উচ্চ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে এই সমাজবিজ্ঞানী বলেন, খুব শিগগিরই আমরা আইসিটি,সফ্টস্কিল, ল্যাংগুয়েজসহ বিভিন্ন কর্মমুখী এমবেডেড কোর্স চালু করতে যাচ্ছি। যেখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স পর্যায়ের সকল শিক্ষার্থী এসব কোর্স করতে পারবে। কিন্তু এই সব পরিকল্পনা বাস্তবায়নে মানসম্পন্ন শিক্ষায় রূপান্তর করতে হলে এর প্রধান কারিগর শিক্ষক। সেই মাত্রার শিক্ষক যদি তৈরি না হয়, তাহলে এসব বাস্তবায়ন কঠিন। আমাদের প্রশাসনিক কাঠামোতেও শিক্ষকদের না পাওয়ার বিষয় আছে। প্রশাসনিক বিভিন্ন ক্যাডার সার্ভিসে চাকরির শুরুতেই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্তু শিক্ষকতায় নেই।
তিনি আরও বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষার্থীরা নেতৃত্বে আসবে। তাদের হাতে নোট-গাইডের বিকল্প দিতে হবে। বিজ্ঞানমুখী, সৃজনশীল, প্রযুক্তিমুখী বিষয়ে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। এটি যে খুব কঠিন তা নয়, শুধু প্রয়োজন সমন্বিতভাবে কাজ করা। প্রশিক্ষণ, গবেষণা, পরীক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি। আমাদের যেসকল তরুণ শিক্ষক উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার পাশে দাঁড়াবে। গবেষণায় যতো টাকা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই টাকা দেবে। আমি চাই মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা। যতো ভালো পাবলিকেশন্স লাগবে সেটিও আমরা ব্যবস্থা করবো। শিক্ষকদের ভালো বই না থাকলেও আমরা বিদেশ থেকে সেটি এনে দেবো। বই লেখায় যদি বাজেট বৃদ্ধি করা লাগে সেটি আমরা করবো। পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের হাতে ভালো বই তুলে দেয়া- এসব বিষয় আমাদের সর্বোচ্চ আগ্রাধিকার থাকবে। কারণ এগুলোই উচ্চ শিক্ষার প্রাণশক্তি।
তরুণ প্রজন্মকে মানবিক ও আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে তৈরির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের মানস পরিবর্তন করে তরুণ প্রজন্মকে সাজিয়ে তোলতে হবে। তাদের মধ্যে কোথাও মানসিকতা থাকলে সেটিকে দূর করে আত্মমর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তোলা আবশ্যক। কারণ যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, সে দেশ বীরের, মুক্তিযোদ্ধাদের, আধুনিকতার, অগ্রসরতার। আমাদের শিক্ষার্থীরা যেন অন্য ধর্মের প্রতি বিরূপ না হয়, সে যেন অন্য ধর্মকে সম্মান করতে শেখে, সে যেন বর্ণ দিয়ে বিবেচনা না করে। আমরা শুধু এই উপমহাদেশে নেতৃত্ব দেবো সেটি নয়, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বিশ্বে মডেল হবে এবং বিশ্বে নেতৃত্ব দিবো।
কর্মশালায় কুষ্টিয়া অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চার কলেজের ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। তারা পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আলোচনা করেন। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নসহ উচ্চ শিক্ষার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইসিটি দফরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফরের পরিচালক রফিকুল আকবর, ভাইস-চ্যান্সেলর দফরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান, খলিসাকুন্ডী কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, ড. মো. ফজলুল হক গার্লস কলেজের অধ্যক্ষ নাসরিন আফরোজ, পিপলস কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন কর্মশালায় বক্তব্য রাখেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না