কয়রায় দূরারোগ্য ব্যাধি বিরল রোগে আক্রান্ত মোহনা বাঁচাতে চায়
- আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ৬৬
মোক্তার হোসেন,খুলনা:
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মো.মনিরুল ইসলাম মনি’র কন্যা মোহনা আক্তার বৃষ্টি বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তীব্র যন্ত্রনায় দিনযাপন করছে। গরীব অসহায় পরিবারের একমাত্র মেয়ে মোহনা আক্তার বৃষ্টি, তাঁর পিতা একজন দিনমজুর।একমাত্র মেয়ের জীবন বাঁচাতে এতদিন ধারদেনা করে কোনোভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন। এখন তিনি চিকিৎসার খরচ চালাতে অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিরল এ রোগটির কারণে মোহনার চোখ,নাক,কান ও শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত বের হয়ে পড়ে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরবে।
সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তাঁর পিতা মনিরুল ইসলাম।সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল বিকাশ নাম্বার :০১৩০১২৮৫০১০।