১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
বান্দরবানে বিনামূল্যের সবজি বীজ পেল ৯২ প্রান্তিক কৃষক
রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ৬৭
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামায় আয় বৃদ্ধি ও পুষ্টির অভাব পূরণে বিনামূল্যের মুরগি ও সবজি বীজ পেল ৯২ প্রান্তিক কৃষক। আয় বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টির অভাব পূরনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৯২ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে মুরগি ও সবজি বীজ প্রদান করেছে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র এগ্রো ইকোলজি প্রকল্প-২।
উপজেলার একটি পৌরসভা এলাকা, ফাঁসিয়াখালী ও রুপসীপাড়া ইউনিয়নের ১৫ পাড়া কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রদান করা হয় ২৫০টি মুরগি, ৩৬০ কেজি আলু বীজ, ৭ কেজি লাল শাক, বরবটি,শসা,ধনিয়া বীজ। প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম রুপসীপাড়া ইউনিয়নের দরদরী পাড়ায় এসব বিতরণ উদ্বোধন করেন।