সোনারগাঁও সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের তালতলা ব্রাহ্মণবাওগা পাকা রাস্তা হইতে রমজান মিয়ার বাড়ি পর্যন্ত ৬০০ ফিট ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া এবং জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের তত্ত্বাবধানে এই রাস্তা উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মিলন রায়হান, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বুলবুল ভূঁইয়া, ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রমজান মিয়া, আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া, যুবলীগ নেতা কামাল হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না