নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ চিহ্নিত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার সাহাব উদ্দীনের ছেলে নাদির ওরফে নাদিরা (৩৬) ও আড়াইহাজারের নূরেরটেক এলাকার মো. হক আলীর ছেলে মোঃ রোকন আলী (২৭)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, নূর আলম ও রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ কুখ্যাত ছিনতাইকারী নাদির ওরফে নাদিরাকে গ্রেফতারের জন্য সানারপাড় নিমাইকাশারী এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, ওই আসামি ঢাকার রায়েরবাগ এলাকায় গা ঢাকা দিয়ে পলাতক রয়েছেন। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে আজ ভোরে রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগীসহ নাদিরাকে গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিরা দুজনই চিহ্নিত ছিনতাইকারী। নাদির ওরফে নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ কয়েকটি থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৫ টি গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না