সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে মরহুম হাজী লালমিয়া মন্ডল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহ্যবাহী উদয় স্মৃতি ঈদগাহ এর উদ্যাগে ২দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের আদমজী এসও মন্ডলপাড়া উদয় স্মৃতি ঈদগাহে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন মাও. হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাট)।
আরো ওয়াজ করেন মাওঃ নুরুল ইসলাম বিক্রমপুরী, মুফতি তরিকুল ইসলাম আনসারী, মুফতি যুবায়ের বিন রফিক কাসেমী, মাওঃ মোবারক করিম আশরাফী, হাফেজ মাওঃ সালাউদ্দিন ও মুফতী সাঈদ আহমদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উদয় স্মৃতি ঈদগাহের সভাপতি হাজী বাদশাহ মিয়া, হাজী রুহুল আমিন মন্ডল, হাজী ইব্রাহিম খলিল মন্ডন, আব্দুর রব মন্ডল, সেলিম হোসেন, আলী আহমদ, হাজী মজিবুর রহমান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, হাজী আব্দুর কাদির মন্ডন, হাজী খোরশেদ মন্ডল, হাজী মোহাম্মদ সুলতান ও মহিউদ্দিন উৎপল মন্ডল প্রমূখ। আগামী ৭ এপ্রিল প্রধান আলোচক হিসেবে ২য় দিনের ওয়াজ করবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না