আরিফ রববানী ময়মনসিংহ:
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্রগুলোর কর্মকাণ্ডের পরিদর্শন করছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। বৃহস্পতিবার তিনি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট রোডে "প্রাপ্তি" মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন ওসি। এসময় ওসি শাহ কামাল আকন্দ চিকিৎসাধীন মাদকাসক্তদের সহিত আলোচনা এবং তাদেরকে চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
সুত্র জানিয়েছে- ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকাল অনুমান ৪টায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), ময়মনসিংহ নগরীর সানকিপাড়া ক্যান্টনমেন্ট রোডস্থ প্রাপ্তি মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন মাদকাসক্তদের মাদকের উৎস সহ মাদক ব্যবসার সহিত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য জিজ্ঞাসাবাদ করেন। মাদকসেবীদের মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা সহ চিকিৎসা শেষে সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। এছাড়াও নিরাময় কেন্দ্রের তৌহিদ ফেরদৌস শাওন (২৬), রাশেদুল হক জয় (২৪), নিন্টু পাল (৪৮) নামের তিন মাদকসেবি মাদকাসক্ত থাকা অবস্থায়, মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওসি তাহাদের ধন্যবাদ জ্ঞাপন সহ আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিরাময় কেন্দ্রে অফিস সহকারী হিসেবে চাকুরীর ব্যবস্থার মাধ্যমে পূনর্বাসিত করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না