জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে চোরচক্রের তিন সদস্য আটক
- আপডেট সময় : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৬৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে চুরি যাওয়া গরু উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটিলপাড় গ্রামের মৃত মনির মিয়ার পুত্র রফিক মিয়া ওরফে গালকাটা রফিক, ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র জাবেদ আহমদ ও চাতলপাড়া গ্রামের ফারুখ মিয়ার পুত্র সাকিব আহমদ। পুলিশ সূত্র জানায়, গত বুধবার জগন্নাথপুরে একটি বাসা থেকে থালা ভেঙ্গে চোরেরা আলমারিতে থাকা নগদ সাত হাজার টাকা ও সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ।
এ বিষয়ে অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই অলক দাশ তথ্য উপাত্ত সংগ্রহ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের প্রধান আসামি রফিক মিয়া ওরফে গাল কাটা রফিক গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানায় গ্রেফতারকৃত আসামী সিএনজি চালানোর আড়ালে চুরি ছিনতাই করে থাকে। কুখ্যাত চোর রফিকের বিরুদ্ধে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এসএমপি সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে। চুরি যাওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারসহ সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলা দায়েরের ৬ ঘন্টার মধ্যে চুরি যাওয়া গরু উদ্ধারসহ ০২ জন গরু চোর গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জগন্নাথপুর থানার সনুয়াখাই সাকিনস্থ মোঃ আবুল হাসনাত এর বসত বাড়ির গোয়াল ঘর হতে গত মঙ্গলবার ০২টি ষাড় গরু চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/= টাকা। এ ঘটনায় মোঃ আবুল হাসনাত বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৬ ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর ও ছাতক থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান ছালিয়ে আসামীদের আটক করতে সক্ষম হয়। এ সময় আসামীদের কাছ থেকে চুরি যাওয়া ২টি ষাড় গরু উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গরু চুরি ও স্বর্ণালংকার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে