বিএনপির নেতার মুক্তির দাবীতে গজারিয়া ছাত্র দলের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৭১
গজারিয়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের নিঃশ্বর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ-মিছিল করেছে গজারিয়া উপজেলা ছাত্রদল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বুধবার (৯ নভেম্বর) বিকেল তিনটায় বিক্ষোভ-মিছিলটি বের করে বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে হয়ে ভাটেরচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পুলিশের দায়ের করা মামলায় মুন্সীগঞ্জ কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাৎক্ষণিক বিক্ষোভ-মিছিল করে গজারিয়ায় উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সহ-সভাপতি মারুফ মিয়াজী, মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বেপারী, প্রচার সম্পাদক ফকির আহমেদ সাজ্জাদ সহ মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ।