বাকেরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি আটক
- আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৫৪
রানা সেরনিয়াবাত:
বরিশালের বাকেরগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামিকে আটক করেছে র্যাব-৮ এর বরিশাল ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার বেলা ৩ টা ১০ মিনিটের সময় উপজেলার খাসমহেশপুর গ্রামের একটি বিল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাফর হাওলাদার (৪৫) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাসমহেশপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩.১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে খাসমহেশপুর গ্রাম থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে।
র্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল হক জানান, আটক জাফর হাওলাদার ও তার ভাইয়েরা মিলে ২৮মার্চ রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির ইব্রাহিম হাওলাদার ওরফে ফালানকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করে। আহত ইব্রাহিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে আটক করে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।