সুনামগঞ্জ সংবাদদাতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকার দলীয় বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। বুধবার (৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে সম্মেলনের তারিখ ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
আগামী ১৪ নভেম্বর দিরাই উপজেলা, ১৫ নভেম্বর শান্তিগঞ্জ উপজেলা, ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা, ১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা, ১৮ নভেম্বর জামালগঞ্জ উপজেলা, ১৯ নভেম্বর ছাতক উপজেলা ও পৌরসভা, ২০ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা, ২১ নভেম্বর ধর্মপাশা উপজেলা, ১লা ডিসেম্বর শাল্লা উপজেলা, ২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুলে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। এই সম্মেলনে ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত সৈনিকদের নিয়েই উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হবে। আশা করছি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের শক্তিশালী কমিটি গঠনের জন্য সর্বস্তরের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করবেন এবং দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাদের পরবর্তী নেতা নির্বাচিত করবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না