সুজন মাহমুদ, যশোর:
যশোরের ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বার একটি টিভিএস লাল রংয়ের মোটরসাইকেল সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কৃতরা হলো, নড়াইল জেলার লোহাগড়া এলাকার জামিরুল আওয়ালের ছেলে মহিবুল (৩৮) ও বেনাপোল ঘিভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫)। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমারের নেতৃত্বে বুধবার দুপুরে ঝিকরগাছা বাজার থেকে আল আমিনকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিয়ে আসা ৪পিচ স্বর্ণের বারসহ যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামকস্থান থেকে মহিবুলকে আটক করে ডিবি। রাজধানী পল্টন এলাকা থেকে মিজানুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে প্রতিপিচ স্বর্ণেরবার বহনবাবদ ২ হাজার টাকা হারে ঝিকরগাছা বাজারে আল আমিনের নিকট এই স্বর্ণের বারগুলো হস্তানন্তরের কথা ছিল বলে আটক মহিবুল জানিয়েছে। এছাড়া ঝিকরগাছা থেকে উক্ত স্বর্ণেরবার গুলো সিমান্ত পথে ভারতে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌছে দিলে আল আমিন আড়াই হাজার টাকা পায় বলে জানায়। প্রতিমাসে তারা দুজন ৮থেকে ১০বার এই মহাসড়ক দিয়ে স্বর্ণের বার আদান প্রদান করে বলেও আটকৃতরা স্বীকার করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না