বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নির্ধারিত মূল্যের বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগে নারায়ন চন্দ্র দে নামের এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ মার্চ) দুপুরে শহরের পিয়াজ পট্রিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, মিজান নামের একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাগেরহাট শহরের পিয়াজ পট্রিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিজান নামের ওই ক্রেতার কাছ থেকে বাচ্চা প্রতি ১৪ টাকা বেশি দাম রাখায় আদর্শ ফিড কর্নারকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার জরিমানা করা হয়। এ সময় বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন তার সাথে ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না