তারাকান্দায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ৫৪
তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমী পাট ও উফসী আউশ ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুল হক ও কাওছার আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান প্রমূখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিনামূল্যে ১১০০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৬০ জন কৃষক-কৃষাণীর মাঝে এক কেজি পরিমাণে পাটের বীজ বিতরণ করা হয়েছে। গত বছর আউশ ধানের চাষ ছিল ৬৬০ হেক্টর। এবার ৭৫৩ হেক্টরে চাষ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।